কোন Software ছাড়া virtues মারুন আপনার Pen Drive থেকে

১। প্রথমে একটি পেনড্রাইভ আপনার
কম্পিউটারে প্রবেশ করান।
২। এখন যদি কোন ডায়ালগ বক্স
আসে যেমন Open folder to view files,
View the slideshow of images
তাহলে ঐ উইন্ডোকে ক্লোজ করে দিন। আর
যদি না আসে তাহলেতো আরোও ভালো।


৩। এখন আপনার Run এ গিয়ে CMD
লিখে এন্টার চাপুন। কমান্ড প্রোমোট অপশন
ওপেন হবে।
৪। এখন মাই কম্পিউটার ওপেন করে দেখেনিন
আপনার পেনড্রাইভটি কোন নামে আছে।
৫। যেমন আমার পিসিতে আমার পেন
ড্রাইভটি Removable Disk I: নামে আছে।
৬। তাই আমি কমান্ড প্রোমোটে শুধু মাত্র I:
লিখে এন্টার চেপেছি। অর্থাত শুধু মাত্র ড্রাইভ
লেটারটি লিখতে হবে। অতএব আপনার
পিসিতে যেই নামে আছে তা লিখে এন্টার চাপুন।
৭। এখন dir/w/o/a/p এই
ইংরেজী লেখাগুলো লিখে এন্টার চাপুন।
৮। এখন আপনি পেনড্রাইভটির একটি ফাইল
লিষ্ট পাবেন। এই ফাইল গুলোর
মধ্যে খুজে দেখুন নিচের কোনটি আছে নাকি?—-
1. Autorun.inf
2. New Folder.exe
3. Bha.vbs
4. Iexplore.vbs
5. Info.exe
6. New_Folder.exe
7. Ravmon.exe
8. RVHost.exe
9. Diskknight.exe বা নামহীন
কোন .exe এক্সটেনশন জাহীয় ফাইল।
উপরের মত যদি কোন ফাইল
আপনি পেয়ে থাকেন। তাহলে আবার কমান্ড
প্রোমোট অপশনে লিখুন attrib -h -r -s a
*.* এবং এন্টার চাপুন।
এখন ফাইলটিকে ডিলেট করার জন্য del
লেখে File name লিখুন এবং এন্টার চাপুন।
যেমন আপনি যদি Autorun.inf
ফাইলটিকে ডিলেট করতে চান,
তাহলে delAutorun.inf লিখে এন্টার চাপুন।
এই পর্যন্তই। যদি কোন সমস্যা হয়
তাহলে 01935650357
আমি Facebook www.facebook.com/mehedihasan.shohagh.1