GP 3G Internet এর ওপর দ্বীগুন Speed Offer.

আশা করি সকলে ভালো আছেন।  আজ আবার আপনাদের সামনে GP এর নতুন একটা Offer  নিয়ে আলো চনা করব।  শিরোনাম শুনে সকলে বুঝে গেছেন কি নিয়ে বলতে চাছি।  কাজের কথায় আসা যাক।

খুব গর্বের সাথে গ্রামীণফোন তাদের কাস্টমারদের জানাচ্ছে যে, এখন থেকে প্রতি ডাটা প্যাকেজে ইন্টারনেটের স্পীড দ্বিগুন করা হচ্ছে কোন ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই।

উদাহরণস্বরুপ- যেসব কাস্টমার 3G প্যাকেজে ৫১২ কেবিপিএস স্পীড ব্যবহার করছে তাদের স্পীড ১ এমবিপিএস এবং যারা ১ এমবিপিএস স্পীড ব্যবহার করছে তাদের ইন্টারনেট স্পীড ২ এমবিপিএস হয়ে যাবে কোন অতিরিক্ট টাকা খরচ করা ছাড়াই।

গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীরা সর্বোচ্চ
স্পীড পাবেন রাত ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই অফার চলবে।

সর্বোচ্চ ডাউনলোড স্পীড এবং প্রকৃত স্পীড নিমোক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারেঃ

♦Website
♦Application
♦Handset
♦Time
♦Location

TunePress এর সাথে থাকুন।