আশা করি সকলে ভালো আছেন।
টিপসটা পুরোন তার পরেও আপনাদের সাথে শেয়ার করলাম।
নাম ছাড়া ফোল্ডার তৈরী করতে আপনার PC এর দরকার পড়বে। যে ভাবে করবেন,,,,,,,,,,,
1. একটি ফোল্ডার তৈরি করুন যে কোন নামে।
2.এবার ফোল্ডারটি সিলেক্ট করে কী- বোর্ড থেকে F2 চাপুন অথবা ফোল্ডারটির উপর মাউসের রাইটবাটন ক্লিক করে Rename এ ক্লিক করুন।
3. এবার কী বোর্ড থেকে Alt (right) কীচেপে ধরে রেখে কীপ্যাড হতে 0160 চাপুন।
4. Altকী ছেড়ে দিন। তাহলে ফোল্ডারের নামটি মুছে যাবে তখন কী বোর্ড হতে Enter প্রেস করুন।
5. ব্যাস কাজ শেষ, নামছাড়া ফোল্ডার তৈরী।
এখন আপনি আপনার বন্ধুদের চমকিয়ে দিতেও পারেন।
BDzone4U এর সাথে থাকুন।