আশা করি সকলে ভালো আছেন।
আমরা সকলে গরিলা গ্লাস সম্পর্কে কম বেশি যানি, এখন কার সমায় Smart Phoner Protection হিসাবে গ্লাস টি অনেক জন প্রিয়।
সাম্প্রতিক করনিং উন্মুক্ত করলো আরো শক্তি শালী নতুন গরিলা গ্লাস ৪। এটা তাদের নতুন প্রজন্ম, এর আগের প্রজন্ম গরিলা গ্লাস ৩। নতুন প্রজন্ম গ্লাস ৪, গ্লাস ৩ এর এর থেকে আরো বেশি পাতলা এবং আরো বেশি মজবুত। এটি মাত্র ০.৪ মি.মি. পাতলা (গরিলা গ্লাস ৩ ছিল ০.৭ মি.মি.) আর আরও মজবুত। করনিং এর মতে গরিলা গ্লাস ৩ আর বাজারে এভেইলেবল অন্যান্য প্রোটেকশন গ্লাসের তুলনায় প্রায় দ্বিগুণ প্রোটেকশন দিতে সক্ষম। সেই সাথে এটি ড্রপ টেস্টেও অধিক ক্র্যাক রেসিস্ট্যান্ট। এর প্রোডাক্ট শিটে বলা হয়েছে এটি কোন শক্ত/রুক্ষ তলের ওপর ১ মিটার উচ্চতা থেকে পড়লেও ৮০% সময় এর কিছুই হবেনা, অক্ষত থাকবে।
আসা করা যাছে আগামী বছর থেকে আমরা গরিলা গ্লাস ৪ এর দেখা পাবো বিভিন্ন ডিভাইসে।
BDzone4U এর সাথে থাকুন।