ডুয়াল কোর’র নতুন এইচপি ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি ১৪-জি০০৩এইউ মডেলের ল্যাপটপ।

১৪.১ ইঞ্চি ডায়াগোনাল ডিসপ্লে এবং এএমডি ডুয়াল কোর প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০
জিবি হার্ডড্রাইভ, লাইটস্ক্রাইভ সুপার মাল্টি ডিভিডি রাইটার, রেডিয়ন এইচডি ৮২১০ গ্রাফিক্স কার্ডসহ প্রয়োজনীয় অন্যান্য ফিচার।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ২৬ হাজার টাকা।