মাত্র ১৪ দিনে ১৫ পাউন্ড ওজন কমান

অবিশ্বাস্য হলেও সত্যি যে ব্যায়াম করার
যন্ত্রণা ছাড়াই মাত্র কয়েক
দিনে আপনি ১৫ পাউন্ড পর্যন্ত ওজন
কমাতে পারবেন। শুধুমাত্র শসা খেয়ে।

শসার পুষ্টি উপাদান :
শসা ভিটামিন এবং মিনারেল পরিপূর্ণ
একটি সবজি যার প্রায় ৯৬ শতাংশই পানি।
শসা ভিটামিন-কে, ভিটামিন-সি,
ভিটামিন-এ, ফলিক এসিড, পটাশিয়াম
এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস।

শসার ডায়েট :
শসার সালাদতৈরি করে আপনি ডায়েটটি শুরু
করতে পারেন। এই ডায়েটটি করার জন্য
আপনি যখনই ক্ষুধা অনুভব করবেন তখনই এই
পুষ্টিকর সবজিটি খেয়ে ফেলবেন। ১০-১৪
দিনের এই ডায়েটে আপনার অতিরিক্ত
মেদপূর্ণ শরীরটি হয়ে উঠবে আকর্ষণীয়।
তবে শুধু শসা খেয়ে তো আর ১৪ দিন
থাকা সম্ভব না। এ কারণে শরীরের
অন্যান্য পুষ্টি পূরণে শসার ডায়েটটির
সাথে যে উপাদানগুলো খাবেন প্রতিদিন।

– ২ টি ডিমের সাদা অংশ বা ১৫০ গ্রাম
বড় মাছ বা ১৫০ গ্রাম মুরগির মাংস
– ২টি বড় সিদ্ধ আলু বা ৩ টুকরো পাউরুটি
– পুষ্টিকর যেকোনো ফল ৫০০ গ্রাম
– পানীয়র মধ্যে পানি,
চা বা চিনি ছাড়া কফি খেতে পারেন।
তবে যেকোনো ধরনের সফট ড্রিংক
বা অ্যালকোহল
বা ক্যানডি একেবারে নিষিদ্ধ।
এভাবে আপনি ১৪ দিনের একটি ডায়েট
করলে ১৫ পাউন্ডের ওজন নিমেষেই
কমিয়ে অানতে পারবেন।
তবে যে কাজটি অবশ্যই করবেন তা হল
আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই অন্য
কোনো খাবার না পুষ্টিগুণে ভরা এই
শসা খেয়ে ফেলবেন। মোটেও
খালি পেতে থাকবেন না।

BDzone4U   এর সাথে থাকুন।