টেলিটকে ১জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৯৯টাকা! (৩০দিন)

সরকারী কাজে নানা দুর্নীতি থাকলেও কিন্তু আমাদের সবার প্রিয় সরকারী টেলিটক ৩জি কোন প্রকার বাটপারি করে না। তারা যেমন সস্তা টাকায় ভালো প্যাকেজ দেয়, তেমনি দেয় ১এমবিপিএস দুর্দান্ত স্পীড, টাও ননস্টপ! এজন্য এখন সকল মোবাইল অপারেটরের মাঝে টেলিটক সবার সেরা। একারনে আমরা সিম বোনাস প্যানেলও টেলিটকের ভক্ত।
অন্যদিকে বেসরকারি মোবাইল অপারেটর তাদের অফার,.সিস্টেম ক্লিয়ার কাট না করলেও টেলিটকের আদি-অন্ত একদম পরিষ্কার! যাই হোক অনেক গুনগান গাইলাম। এখন আজকের পোস্টের বিস্তারিতে আসি! এই ঈদে টেলিটক নিয়ে এলো একটি নতুন প্যাকেজ অফার!
১জিবি ৩জি ইন্টারনেট দিচ্ছে মাত্র ৯৯ টাকায়। শুধু তাই নয়, এবার তারা দিচ্ছে দীর্ঘ মেয়াদী ভ্যালিডিটি! এই প্যাকেজের ভ্যালিডিটি মোট ৩০ দিন। আসুন প্যাকেজটির বিস্তারিত জেনে নেই!

১জিবি মাত্র ৯৯টাকা প্যাকেজটির বিস্তারিতঃ

♣টেলিটকে ১জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৯৯
টাকা + ভ্যাট মেয়াদ অ্যাক্টিভ করার দিন থেকে মোট ৩০ দিন।

♣ইন্টারনেট স্পীড সর্বচ্চো ১এমবিপিএস হবে।

♣যেকোনো টেলিটক প্রিপেড গ্রাহক প্যাকেজটি ক্রয় করতে পারবেন।

♣১ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন রাত ২
টাকা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। (মোট ১৬ ঘণ্টা)

♣বাকি সময় Pay Per Use (১৫ কেবি/পয়সা)
প্রযোজ্য হবে। অথবা, এই সময় অন্য প্যাক অ্যাক্টিভ থাকলে, তা খরচ হবে।

♣১৫% ভ্যাট প্রযোজ্য। ভাট সহ দাম ১১৩.৮৫
টাকা মাত্র।

♣অ্যাক্টিভ করতে ম্যাসেজে D60 লিখে 111 এ
সেন্ড করুন।

♣১জিবি মাত্র ৮০ টাকা ( মেয়াদ ৩দিন )

যাদের মনে হয়, এই ৩জি যুগে ১ জিবি ডাটা কিছুই নয়, এবং তা ফুরাতে ২/৩ দিন লাগবে না! তাদের জন্য আরেকটি চমৎকার প্যাক আছে! আমরাও ইউস করি।

আসুন অল্প-সল্প বিস্তারিত দেখে নেই!

♣টেলিটকে ১ জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৮০
টাকা + ভ্যাট।

♣প্যাকেজটির মেয়াদ অ্যাক্টিভ করার দিন থেকে মোট ৩ দিন।

♣ইন্টারনেট স্পীড ১ এমবিপিএস।

♣যেকোনো টেলিটক গ্রাহক ক্রয়
করতে পারবেন।

♣১৫% ভ্যাট প্রযোজ্য। ভ্যাট সহ মূল্য ৯২
টাকা মাত্র।

♣অ্যাক্টিভ করতে D58 লিখে 111 তে সেন্ড
করুন।

BDzone4U   এর সাথে থাকুন।