এবার Opera mini থেকে Change করুন আপনার Facebook Cover Photo

প্রথমে আপনার প্রোফাইলে যান । তারপর অপেরা মিনি থেকে এড্রেস বারে যান এবং এড্রেসের প্রথম দিকের  m কেটে touch বসান ।

https://m.facebook.com/mehedihasanshohagh

https://touch.facebook.com/mehedihasanshohagh

এবার দেখবেন  প্রোফাইলে টাইমলাইন শো করছে ।

এবার যে জায়গাটাতে কভার ফটো থাকে, ওইখানে দেখুন একটা ক্যামেরা আইকন আছে নিচের দিকে, ঠিক সেখানে ক্লিক করুন । এবার আপনার এ্যালবাম গুলো থেকে এ্যালবামের যেকোন একটা ফটো সিলেক্ট করতে বলবে । সেটা সিলেক্ট করে দিন । এবার যে পেইজ আসবে , সেখানে দেখবেন উপরের দিকে " ইউজ " লেখা আছে । সেখানে ক্লিক করুন, ব্যস সেট হয়ে গেলো আপনার কভার ফটো ।

BDzone4U   এর সাথে থাকুন।