আইফোন ৬: উৎপাদনে ব্যয় ষোল হাজার টাকা মাত

গবেষণা প্রতিষ্ঠান এইচআইএস গত সপ্তায় অ্যাপল’এর আইফোন ৬ ও ৬ প্লাসের সব যন্ত্রপাতি খুলে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এ দু’টি ফোনের উৎপাদন খরচ কতো পড়তে পারে তার একটি হিসাব দাঁড় করিয়েছে, সেই সাথে তারা দেখিয়েছে এগুলি বিক্রি করে কোম্পানি কি পরিমান মুনাফা করছে।

তাদের উপাত্তের ভিত্তিতে জানা গেছে আইফোন ৬ এর ১৬ গিগাবাইট মডেল থেকে মুনাফা হয় প্রায় ৬৯% আর ১২৮ গিগাবাইটে মুনাফার অংক ৭০%। এইচআইএস আইফিক্সইট ট্রিটমেন্ট- এ প্রকাশ করছে যে, আইফোন ৬ এর ১৬ গিগাবাইট সংস্করণের জন্যে যন্ত্রাংশ তৈরি ও মজুরীর খরচ পড়েছে ২০০ ডলার, আর ১২৮ গিগাবাইট সংস্করণের জন্যে এ দু কারণে খরচ হয়
২৪৭ ডলার। অন্যদিকে আইফোন ৬ প্লাসের ১৬
গিগাবাইটের জন্যে এ ক্ষেত্রে খরচ হয় ২১৬ ডলার এবং ১২৮ গিগাবাইট সংস্করণের জন্যে লাগে ২৬৩ ডলার।

অ্যাপেলের বিশ ন্যানোমিটার প্রযুক্তির এ৮ প্রসেসর বানিয়েছে টিএসএমসি, এর সাথে আছে একটি কো- প্রসেসর। দু’টো মিলিয়ে দাম ২০ ডলার। আগে অবশ্য অ্যাপেলকে তার প্রতিদ্বন্দ্বী স্যামসাংএর উপরই এই আইফোনের প্রসেসরের জন্যে নির্ভর করতে হয়েছে।

আইফোন ৬ ও ৬ প্লাসের সবচেয়ে মূল্যবান অংশ
হচ্ছে ডিসপ্লে, যা তৈরি করেছে এলজি ডিসপ্লে ও
জাপান ডিসপ্লে। আইফোন ৬ এর ডিসপ্লেটি তৈরিতে খরচ হয়েছে ৪৫ ডলার, আর ৬ প্লাসের জন্যে খরচ ছিল ৫২ ডলার। দুটি মডেলের
স্ক্রিনই আবৃত আছে করনিং গোরিলা গ্লাসে।

আর আইফোন ৬ এর এনএফসি চিপ ও বিল্ট-ইন
সেন্সরগুলি এনএক্সপি সেমিকনডাকটরস-এর তৈরি যার দাম ২২ ডলার।

BDzone4U   এর সাথে থাকুন।