আসুন জেনেনেই কিভাবে আপনি, আপনার নিজের নাম এবং নিজের ছবি দিয়ে তৈরি হউয়া একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রিপোর্ট করবেন।
১। প্রথমে তৈরি হওয়া ফেক অ্যাকাউন্ট
এর টাইমলাইন এ প্রবেশ করুন।
২। তারপর কভার ফটোর ডান
পাশে নিচের আইকন এ ক্লিক করুন
এবং Report/Block অপশন সিলেক্ট করুন।
৩। এখন ওপেন হাওয়া "Report and/or block
this person" পেজ থেকে "This timeline is
pretending to be someone or is fake" অপশন টি সিলেক্ট করে "Pretending to be me" অপশন এ ওকে করুন।
৪। এখন নতুন ওপেন হওয়া পেজ এ ৩০০ অক্ষর
এর ভিতর আপনার কিছু তথ্য দিয়ে নিচে "I confirm that this report is correct" অপশন এ ওকে করে Confirm করুন। বেস !!! হয়ে গেল।
এখন ফেক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু হবে।
BDzone4U এর সাথে থাকুন।