ছোট একটি সফটওয়ার দিয়ে মাতৃভাষার ইতিহাসজানুন

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় এই দোয়াই করি।বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে পাওয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়েছে । সহ্য করতে হয়েছে অনেক অন্যায় , অবিচার , শোষন । অনেক ত্যাগ-তিতিক্ষার পর , অনেক জীবনের

বিনিময়ে অবশেষে বাংলাকে আমরা পেয়েছি আমাদের ভাষা হিসেবে । মাতৃভাষার জন্য পৃথিবীর আর কোন দেশে এভাবে রক্তক্ষয়ী আন্দোলন হয়নি । শুধু তাই নয় , আমাদের মাতৃভাষা দিবসটি এখন পৃথিবীর সর্বত্র পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে । আমাদের ইতিহাস আমাদের অহংকার ।মাতৃভাষা হিসেবে বাংলাকে পাওয়ার জন্য যেই
দীর্ঘ রক্ত ঝরা ইতিহাস তা অনেকেই জানেনা ঠিক মতো । জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মানুষের কাছে বিশেষ করে তরুনদের কাছেতুলে ধরার জন্য এই সফটওয়ারটি বানানো হয়েছে ।
এই সফটওয়ার টিতে আছে ভাষা আন্দলনের ইতিহাস। আছে ঐ সময়ের কিছু
ছবি যা দেখলে আপনারা বুঝতে পারবেন
এবং ছোটদেরকে দখাতে পারবেন । আরো আছে ঐ সময়ের কিছু ভিডিও চিএ যা আপনাদের বাসার ছোট ছেলে মেয়েদের
দেখাতে পারবেন । আমরা ভাষা আন্দলন সম্পকে অনেক কিছুই জানি না । যা এই সফটওয়ার থেকে বাংলায় জানতে পারবো । দুঃখের বিষয় এই দেশের মানুষ হয়েও অনেকে বাংলা পড়তে পারে না । কারন তারা ছোট কাল থেকেই English Medium School এ পড়া-লেখ করছে । এই কিছু দিন আগে খবরে দেখতে পারলাম এক বাচ্চা ইংরেজীতে ছড়ার বই লিখেছে যা আবার গিনিজ বুকে রেকর্ড হয়েছে । কিন্তু তার মা বললো বাংলায় লিখতে ও পড়তে পারে না । এই ভিডিও টি দেখুন আমরা তরুনরা কি কিছু জানি আপনারাই বলুন । এখন কি বলবো বলেন তো আপনারা । এই তাদের জন্য এবং বিদেশীদের জন্য এই সফটওয়ারে সম্পূর্ন লেখা আবার ইংরেজীতে পড়তে পারবে সেই ব্যবস্থা করা আছে । কারন অনেকে বিদেশীরা আমাদের ভাষা সম্পর্কে জানতে চায় তাই এই
ব্যবস্থা করা হয়েছে । এই সফটওয়ারটি আপনাদের Android ফোনে ব্যবহার করতে পারবেন । তাই দেরি না করে এখনই নিচের লিংক থেকে Amar Bangla Vasha নামের