কেমন আছেন সবাই ? ভালো তো ? আমি সবসময় চেষ্টা করি আপনাদের সবচেয়ে ভালো পোস্ট উপহার দিতে।
আজকের পোষ্টটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তা হল আমরা অনেক সময় বুঝিনা এই যে Samsung মোবাইলটি কিনছি তা Original কিনা। আমাদের দেশে বেশির ভাগ মানুষই Samsung ব্র্যান্ড Use করে।
আর তাই এই টিউন।
যেভাবে বুঝবেন আপনার মোবাইলটা Original
১. প্রথমে আপনি আপনার ফোনে *#0*# এই নাম্বার দিয়ে ডায়াল করুন।
২. এখন আপনি প্রত্যেক Option ক্লিক করে Test করে দেখতে পারেন। যদি প্রতিটি Option ঠিকমত কাজ করে তাহলে বুঝবেন আপনার মোবাইল Original.
এখানে সবচেয়ে বড় বিষয় হল এই যে যদি আপনি Sensor এ ক্লিক করেন তাহলে একটা স্ক্রিন আসবে আর তার উপর হাত রাখলে আপনার মোবাইলের স্ক্রিন সবুজ হয়ে যাবে আর ভাইব্রেট করা শুরু করবে। তাহলে বুঝবেন আপনার মোবাইলটি Original ।
BDzone4U এর সাথে থাকুন
TT থেকে সংগৃহীত