রবি দিচ্ছে ফ্রী ফেসবুক ব্রাউজিং!

সুখবর! সুখবর! সুখবর! আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে, গ্রামীণফোনের লেজ ধরে, নানা ফাওবাজির মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমাদের সবার অপ্রিয় রবি ফেসবুক ফ্রী! করে দিয়েছে! একদম বিনা পয়সায়! Free Facebook
অফার দিচ্ছে রবি। আজ ২৬ শে সেপ্টেম্বর রাত ১ টার পর রবির অফিশিয়াল সাইট থেকে এই ঘোষণা আসে। আমরা তাদের ফেসবুক পেজে কোন ঘোষণা না পেলেও তাদের সাইট ও রবি সিম দিয়ে টেস্ট করে সত্যতা যাচাই করেছি।

তবে রবি এখনও প্রশ্ন বিদ্ধ! কারণ,
তারা নানা ফাওবাজিতে ওস্তাদ! কিছুদিন আগে ২০ টাকায় ৫০০ এমবির ফাওবাজি করে হঠাৎ তা ১০০ এমবিতে নেমে দেয়! এখন ধারনা করা হচ্ছে, রবি তরুণদের দৃষ্টি তাদের দিকে কেন্দ্রিভূত করার এসব আজগুবি প্রকল্প হাতে নিছে... তার মধ্যে ফ্রি ফেসবুক ব্রাউজিং অফার অন্যতম! উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর থেকে গ্রামীণফোন তাদের ফেসবুক ব্রাওজিং ফ্রী করে দিয়েছি। সেই লেজ ধরে রবিও ধান্দায় যোগ দান করেছে!
তবে রবির এই দয়ালু মনোভাব দেখে বেশি লাফানোর প্রয়োজন নাই। যেমন আগে গ্রামীণফোন একটি ধরা বাঁধা নিয়ম করে দিয়েছিল, রাত ১২ টা হতে সন্ধ্যা ৬ টা!

তেমনি রবি অনেকগুলা অস্পষ্ট কন্ডিশন দিছে, যার আগা মাথা বুঝা মুশকিল! তবে তারা গ্রামীণফোনের মত সরাসির ফেসবুক এক্সেস
দেয় নি! এর জন্য আপনাকে একটু কষ্ট করে ডায়াল করে অফার অ্যাক্টিভ করতে হবে, আরও কত কন্ডিশনস! আসুন, অফারটি নিয়ে একচক্কর ঘুরে আসি! ফ্রী ফেসবুক ব্রাউজিং! অফার বিস্তারিত রবির এই অফারটিতে আপনি ফেসবুক ফ্রী ইউসকরতে পারবেন যেকোনো ডিভাইস থেকে। ফ্রী ফেসবুক ব্রাউজিং উপভোগ করতে,
ডায়াল করুন *8444*00#

♣ফ্রী ফেসবুক প্যাক এর মেয়াদ ১ দিন।
♣প্রতিদিন ১০০ এমবি এর উপরের ফ্রী ফেসবুক
ব্রাউজিং উপভোগ করতে পারবেন।
♣এই অফারটি ২জি/৩জি উভয়
নেটওয়ার্কে ব্যবহারযোগ্য।
♣প্যাকটি প্রিপেইড ও পোস্টপেইড উভয়
সাবস্ক্রাইবারদের নিতে পারবে।
♣অ্যাক্টিভ করার পর, রবি ইউজাররা ২৪/৭ দিন
সানন্দে ফ্রী ফেসবুক ব্যবহার করতে পারবে।
♣ফ্রী ফেসবুক প্যাকটির ইউস ব্যাল্যান্স
জানার জন ডায়াল করুন, *8444*88#
অফারটি চলবে আজ ২৬ সেপ্টেম্বর ২০১৪
থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত!

আর হ্যাঁ, যত খুশি তত বার ফ্রী ফেসবুক প্যাক
অ্যাক্টিভ করতে পারবেন। মানে, প্রতিদিন
আপনাকে *8444*00# ডায়াল করে প্যাক
অ্যাক্টিভ রাখতে হবে।

BDzone4U এর সাথে থাকুন।

tt. থেকে