ইন্টারনেট যুক্ত করেছে বন্ধু কিম্বা পরিবার থেকে শুরু করে অন্য রুমে রাখা কম্পিউটারের সাথে, এমন কি এখন লাইটের সুইচ সহ ঘরের বিভিন্ন আসবাবপত্রের সাথে। ‘কানেক্টেড হোম’ ধারণাটি সম্পর্কে বলা যায়, এটি হচ্ছে এমন একটি বাড়ি যাতে আছে নেটওয়ার্ক সংযুক্ত আসবাবপত্র, অর্থাৎ এমন সব যন্ত্রপাতি ও ব্যবস্থা যেমন থার্মোস্ট্যাটস্, ভিডিও ক্যামেরা এবং ইলেক্ট্রিক লাইট কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা কিনা আপনার স্পর্শ ছাড়া আপনার ইচ্ছেমতোই চলতে পারে।
নকিয়া বলছে , এসবই আপনি করতে পারেন আপনার লুমিয়া ফোনটি ব্যবহার করে।
এভাবে দূর থেকে কাজ সারতে চাইলে আপনাকে প্রথমেই যা কিনতে হবে তার মধ্যে আছে ইন্সটিওন স্টার্টার কিট যার দাম ১৯৯.৯৯ ডলার। এক একটি কিটে এক এক ধরণের জিনিস পাবেন, কিন্তু আপনি চাইলে আপনার প্রয়োজন
মতো জিনিসগুলো এক সাথে কিনে নিতে পারেন।
তবে কিটগুলোতে সাধারণভাবে যা থাকছে তা হল একটি মোশন সেনসর, ওপেন/ক্লোজ সেনসর, থার্মোস্ট্যাট, ওয়াই-ফাই ক্যামেরা এবং আরো কিছু জিনিস। ঘরে ইন্সটিওন এর যন্ত্রপাতি লাগানো হয়ে গেলে এবার আপনার উইন্ডোজ ফোন ৮/৮.১ এ ‘ইন্সটিওন ফর হাব’ ডাউনলোড করে নিতে হবে। আপনার অ্যাপ থেকে আপনি লাইট অন ও অফ করতে পারবেন, আর যদি আপনি ইন্সটিওন এলইডি বাল্ব ব্যবহার করেন
তবে লাইটের আলোর পরিমান কমিয়েও নিতে পারবেন দরকার মতো। যদি আপনার ঘরের দরজায় মনিটর সেনসর লাগানো থাকে তবে আপনি জানতে পারবেন আপনার ঘরে কেউ ঢুকল কিনা, কিম্বা ঘর থেকে বেরোবার সময়
দরজা লক করতে কেউ ভুলে গেল কিনা।
এমনটি ঘটলে আপনি আপনার ফোনের ওয়াই-ফাই ক্যামেরা দিয়ে নিজের চোখেই দেখে নিতে পারবেন ঘটনাটা আসলে কী ঘটেছে।
ঘরের তাপমাত্রাও নিজের পছন্দমতো পরিবর্তন
করতে পারবেন ফোনের মাধ্যমে থার্মোস্ট্যাটকে নির্দেশ দিয়েই।
BDzone4U এর সাথে থাকুন।