১) জাতীয় বীজ পরীক্ষাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: গাজীপুর
২) দেশের বাইরে প্রথম
ভাষা স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উ: সিডনি (অষ্ট্রেলিয়া)
৩) বাংলা সাহিত্যের প্রথম
মহিলাঔপন্যাসিক কে?
উ: স্বর্ণ কুমারী দেবী
৪) বাংলাদেশে প্রথম কবে এইডস
সনাক্ত করা হয়?
উ: ১৯৮৯ সালে
৫) কিন্ডারগার্টেন পদ্ধতির জনক কে?
উ: ফ্রোয়েবল(জার্মানি)
৬) বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন
কোনটি?
উ: পেন্টাগন
৭) বিশ্বের উচ্চতম বাঁধ কোনটি?
উ: রেগোন
৮) বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক
কোথায় প্রতিষ্ঠিত হয়?
উ: ইতালি
৯) পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয়গিরির
জ্বালামুখের নাম কি?
উ: টোবা (ইন্দোনেশিয়া) ১৭৭৫
বর্গ.কি.মি
১০) এভারেস্ট বিজয়ী প্রথম
বাঙ্গালী নারী কে?
উ: শিপ্রা মজুমদার
১১) বাংলাদেশের প্রথম সবাক
চলচিত্র -মুখ ও মুখোশ ।
১২) উপমহাদেশের প্রথম সবাক
চলচ্চিত্র -
জামাই ষষ্ঠী ।
১৩) সর্ব প্রথম চলচ্চিত্র নির্মান
করা হয় -
১৮৯৫ সালে ।
১৪) উপমহাদেশের চলচ্চিত্রের জনক -
হীরালাল সেন ।
১৫) বাংলাদেশের চলচ্চিত্রের জনক -
আব্দুল জব্বার খান ।
১৬) বাংলাদেশের শ্রেষ্ঠ
চলচ্চিত্রকার -
জহির রায়হান ।
১৭) চলচিত্র সেন্সর বোর্ড গঠিত হয় কবে- ১৯৯৮ সালে।
১৮) কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচিত্র- ধূপছায়া।
১৯) কাজী নজরুম ইসলাম অভিনীত চলচিত্র- ধ্রুব।
২০) Stop Genocide প্রামান্য চলচিত্রের পরিচালক-
জহির রায়হান।
২১) বাংরাদেশ সর্বপ্রথম অস্কার প্রতিযোগিতায়
অংশগ্রহন করে- ২০০২ সালে।
২২) মাটির ময়না চলচিত্রের পরিচালক কে- তারেক মাসুদ।
২৩) বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্না আছে?
উ, হিমছড়ি
২৪) বাংলাদেশের কোথায় গরম পানির
ঝর্না আছে? উ, সীতাকুন্ড
২৫) বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ
সংস্থার নাম কি?
উ, bdnews 24.com
২৬) দেশের দ্বিতীয় মেরিন
একাডেমী কোথায়?
উ, পাবনা
২৭) বাংলাদেশে আন্তর্জাতিক
নদী কয়টি? উ, ৫৭ টি
২৮) বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status
লাভ করে কখন? উ, ১৯৯৭ সালে
২৯)বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়
কোনটি কে? উ, চট্টগ্রাম
৩০) VAT দিবস কবে? উ, ১০ জুলাই
৩১) বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি ?
উ, চলন বিল
৩২) বাংলাদেশের সাথে ভারত ও
মায়নমারের সংযোগ রয়েছে কথোয়? ? ----
রাঙ্গামাটি
৩৩) পদ্মা নদীর অপর নাম কি? উ,
কীর্তিনাশা
৩৪) স্বাক্ষরতার হারে সর্বোচ্চ কোন বিভাগ?
উঃ বরিশাল
৩৫) বাংলাদেশের প্রথম মোবাইল
হাসপাতালের নাম কি? উ, জীবন তরী
৩৬) বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র
কোনটি? উ, তিতাস
৩৭) KAFCO কোথায় অবস্থিত? উ,
চট্টগ্রাম
৩৮) বাংলাদেশের সীমান্তবর্তী কোন
জেলার সাথে ভারতের সংযোগ নেই?
উ, বান্দারবান
৩৯) আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? উ,
মহেশখালী
৪০) বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য
কত মাইল? উ, ৪৪৫ মাইল
৪১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখন
প্রতিষ্ঠিত হয়? উ, ১৯৬৬ সালে
৪২) দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন
তলিয়ে যায়? উ, ২০১০সালে
৪৩)বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল কোনটি?
উঃ জীবনতরী
৪৪) সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি?
উঃ সুবর্নগ্রাম
৪৫) গ্রান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে?
উঃ শের শাহ
৪৬) ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উঃ অর্থসচিবের
৪৭) বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায়?
উঃ যশোরে
৪৮) এস এস সি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কেন সাল থেকে?
উঃ ২০০১ সালে
৪৯) বাংলার ভেনিস ও শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোনটি?
উঃ বরিশাল
৫০)তিতুমীরের আসল নাম কি?
উঃ মীর নেসার আলী
৫১) ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশ কতটি ম্যাচে জয়লাভ করে?
উঃ ৩ টি
৫২) মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীরপ্রতীক
কতজন?
উঃ ২ জন ( তারামন বিবি ও সেতারা বেগম )
৫৩) ফল পাকার জন্য দায়ী কে?
=ইথিলিন
৫৪) ডিমের পঁচা গন্ধের জন্য দায়ী?
= হাইড্রোজেন সালফাইড
৫৫) খেজুর খেতে মিষ্টি লাগে কেন?
= ফ্রুক্টোজের কারনে
৫৬) আম পাকাতে কি ব্যাবহার করা হয়?
= কার্বাইড
৫৭) ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী?
= এস্টার
৫৮) গাছের পাতা ঝরে পড়ার জন্য দায়ী?
=অ্যাবসিসিক এসিড
৫৯) লিচুর ভক্ষাংশের নাম কি?
=এরিল
৬০) ফল পাকলে হলুদ হওয়ার জন্য দায়ী?
= জ্যানথোফিল
৬১) চায়ের ফুলের রং কি?
=সাদা বা হালকা গোলাপী
৬২) চা ও কফিতে বিদ্যমান ক্ষারবস্তুর নাম কি?
= ক্যাফেইন
৬৩) পোলিও টিকার আবিষ্কারক কে?
উঃ জোনাস সাল্ক ( যুক্তরাষ্ট্র )
৬৪) আম্মান কোন দেশের বিমানবন্দর?
উঃ জর্ডান
৬৫) ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
উঃ যুক্তরাষ্ট্রে
৬৬) বাংলাদেসের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি?
উঃ বৈলাম
৬৭) পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কারা একেছিল?
উঃ গ্রিক বিজ্ঞানীরা
৬৮) আলফ্রেড নোবেল কি আবিষ্কার করে বিখ্যাত হন?
উঃ ডিনামাইট
৬৯) গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠা সাল কোনটি?
উঃ ১৯৮৩ সাল
৭০) সূর্য পৃথিবী অপেক্ষা কত গুন বড়?
উঃ ১৩ লক্ষ গুন
৭১) এসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?
উঃ হাইড্রোজেন সালফাইড(H2S)
৭২) " ল্যান্ড অব মার্বেল " বলা হয় কোন দেশকে?
উঃ ইতালিকে
৭৩) বাংলাদেশের বৃহত্তম বাঁধ=কাপ্তাই বাঁধ।
৭৪) বাংলাদেশের বৃহত্তম বিল=চলন বিল।
৭৫) বাংলাদেশের বৃহত্তম চিনির কল= কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।
৭৬) বাংলাদেশের বৃহত্তম পাটকল=আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)।
৭৭) বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন=কমলাপুর (ঢাকা)।
৭৮) বাংলাদেশের বৃহত্তম রেল জংশন=ঈশ্বরদী রেলওয়ে জংশন।
৭৯) বাংলাদেশের বৃহত্তম মসজিদ= বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।
৮০) বাংলাদেশের বৃহত্তম বিমান... বন্দর=শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
৮১) বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি=সুন্দরবন।
৮২) বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার=সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
৮৩) বাংলাদেশের বৃহত্তম উদ্যান=সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
৮৪) বাংলাদেশের বৃহত্তম পার্ক=রমনা পার্ক।
৮৫) আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা=বাঘাইছড়ি (১৯৮১ ব. কিমি)।
৮৬) জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম
উপজেলা=বেগমগঞ্জ, নোয়াখালী।
৮৭) বাংলাদেশের ক্ষুদ্রতম থানা= সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)।
৮৮) বাংলাদেশের বৃহত্তম জেলা=রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)।
৮৮) বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা=নারায়নগঞ্জ (৭০০ ব. কিমি)।
৮৯) বাংলাদেশের বৃহত্তম বিভাগ=চট্টগ্রাম (৩৩,৭৭১ ব. কিমি)।
৯০) বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ=সিলেট (১২,৫৯৬ ব. কিমি)
৯১) বাংলাদেশের বৃহত্তম
দ্বীপ=ভোলা (৩৮৬ ব. কিমি)।
৯২) বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়=ঢাকা বিশ্ববিদ্যালয়।
৯৩) বাংলাদেশের বৃহত্তম কাগজের কল=কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)
৯৪) বাংলাদেশের বৃহত্তম সার কারখানা=শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
৯৫) বাংলাদেশের বৃহত্তম জাদুঘর=ঢাকা জাতীয় জাদুঘর।
৯৬) বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা=মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।
৯৭) "সবুজ গ্রহ" বলা হয়ঃ ইউরেনাস-কে।
৯৮) সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
৯৯) "গ্রহ রাজ" বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
১০০) শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
BDzone4U এর সাথে থাকুন।