নকিয়া নয়,লুমিয়া আসবে মাইক্রোসফট-এর নামে!

নকিয়া ব্র্যান্ডের নাম ইতিহাস হচ্ছে এ বছরের শেষ ভাগে। আসন্ন লুমিয়া সিরিজের পরবর্তী স্মার্টফোনও আসছে মাইক্রোসফ্ট ব্র্যান্ডের লেবেল এঁটে। এমন খবরই ভাসছে প্রযুক্তি দুনিয়ার বাতাসে।
নোহোয়ারএলস.এফআর

একটি ছবিতে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিষ্ময় সৃষ্টিকারী সে ছবিতে নকিয়ার
বদলে মাইক্রোসফ্ট ব্র্যান্ডের নাম প্রিন্ট করা একটি বড় স্ক্রিনের ডিসপ্লে দেখা যাচ্ছে।
ছবিটি যদি সত্যি বলে তবে এটাই
হবে মাইক্রোসফ্ট ব্র্যান্ডের নামাঙ্কিত প্রথম স্মার্টফোন। একই গুজবের খবরে আরো যে আভাষ পাওয়া গেল তা হল শুধু নকিয়া নামটিই
নয়, নাম পরিবর্তনহচ্ছে অপারেটিং সিস্টেমেরও।
'উইন্ডোজ ফোন' অপারেটিং সিস্টেম
পরিচিত হতে যাচ্ছে শুধু 'উইন্ডোজ' নামে। অর্থাৎ
ডেস্কটপ ও মোবাইলে একই পথে যাত্রা করতে চাইছে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের অপ্রতিদ্বন্দ্বী সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এদিকে এ রটনার সত্যতা প্রমাণ দিতে সক্ষম বলে দাবী করছে দি ভারজ্। উল্লেখ্য, এক বছর হলো মাইক্রোসফ্ট ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া কিনে নিয়েছে।
BDzone4U এর সাথে থাকুন।