*****দেখেনিন Samsung Galaxy S4 এ কিভাবে “আইসেন্সর” দিয়ে ডকুমেন্ট পড়বেন।*****

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবাই??? আশা করি ভালো। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে Samsung Galaxy S4 এর "আই সেন্সর" নিয়ে কিছু বলবো।
আর তা হচ্ছে আপনি কিভাবে Eye Sensor দিয়ে ডকুমেন্ট পড়বেন ।স্যামসাং গ্যালাক্সি এস ফোরের একটা বিশাল চমক এটা। তাহলে প্রসেসটা জেনে নেওয়া যাক কি বলেন???
                  
                      কাজের ধারাঃ
১। প্রথমে Settings এ যান।
২।এরপর এখান থেকে নিচের দিকের My Device এ যান।
৩।তারপর এখান থেকে Smart Screen এ টাচ করুন।
৪।তারপর নিচের দিকে Smart Scroll এ টাচ করুন।
৫।ব্যাস।কাজ শেষ।এবার আপনি দেখুন আপনার চোখ উঠানামা করানোতে আপনার মোবাইলের ডকুমেন্টটিও উঠানামা করছে।
BDzone4U এর সাথে থাকুন